আমার চলার পথ এটা নয়
এই মাঠপথ, ক্ষেতপথ, ধানপথ কোনোটাই নয়
এমনকী পাহাড়ের গা-বেয়ে চড়াই উৎরাই গানগুলো,
দুপাশে জঙ্গলে তোর ওড়নায় মিশে যাওয়া –
ঝাঁঝালো ফুলের গান, কোনও দিশা দ্যাখালোনা দ্যাখ
জলের ছোঁয়ায় এসে পাথর ও নিশানা হারায়
অলক্ষ্য থেকে দেখি
তোর চোখে সূর্যের লাল, আমার নতুন লেখা
লাল দিন আনবে তো ঠিক? পথের বাঁকেতে এসে
ছুঁড়ে দেওয়া কবিতার ভাগ
বস্তুনিষ্ঠ কোনো সমাধান এইটাও নয়।
নরম রাস্তা ধ’রে জলের জন্য হেঁটে যাওয়া
ওপরে মেঘের খেলা
এগোনোর সীমানা দেখায়
বাঁধের সামনে এসে সব নদী স্থির হয়, আর,
আমাদের মাঝখানে কলকাতা শেষতম বাধা
মনে জঙ্গল নয়ে কেন তুই জাগবিনা?
বল –
আমি সব ফেলে আসি –
গান কবিতা ও মৌনতা
পাথরের ঢালে শুয়ে আড়চোখে
তোর চোখ দ্যাখা,
নদীর, নুড়ির বুকে
আকাশের মতো মিশে যাওয়া,
এখন স্বপ্ন তার শেষ অর্থের উল্লাসে
চোরকাঁটা থেকে তোকে হাত ধ’রে আলপথে তুলি।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment