Tuesday, May 26, 2009

জেনারেশন নেক্সট

এই পথ ধ’রে ওরা প্রেম করা শেখে
এই গলিগুলো – কানাগলি, খোঁড়াগলি
অন্ধগলিতে রাতে কোনো আলো ঢুকতে পারেনা
একটু প্রবীণ যারা বাঁকা মুখে পাশ দিয়ে যান,
পাড়ার মা কাকিমারা – উত্তম সুচিত্রার বেজাতে বিয়েতে হাততালি দিয়ে যান এখনো
মাঝেমাঝে দিল-সে, দহেক;
আর নীতি নির্ধারকেরা নিরূপায় হয়ে বলবেন-ই
ছ্যা ছ্যা ছ্যা ছ্যা ছ্যা – পাড়াটা বৃন্দাবন হলো শেষকালে

এই পথ ধ’রে ওরা প্রেম করে
কেঊ বলে অভিসম্পাতও বরণীয়
অদ্ভূত সৌভাগ্য এখন-ই হয়েছে কারও কারও
অনেকের হাত না ঘুরিয়েও নাড়ু
অনেকের-ই ফূর্তি তিনমাস –
যারা যারা ভ্যাবা গঙ্গারামী, কেঁদে ফ্যালে ঘরের এককোণে
বাকিদের কেঊ কেঊ বিপ্লবে আসবেই, দেখো।

এই পথ ধ’রে ওরা হাত ধ’রে হাঁটে
ইঁটপাতা গলি আর পিচের রাস্তা ধ’রে
বড়ো রাস্তার বাঁক, চৌরাস্তার মোড় ঘুরে
পাড়া বেপাড়া শহরতলি ঘুরতে ঘুরতে
আমার শহরটা বড়ো হয়ে ওঠে।

No comments:

Post a Comment