এ শরীরে অন্য কোথাও
কবিতা রয়েছে কিনা জানিনা-
তবুও মুগ্ধতা নিজের ভেতর থেকে
গুঁড়ি মেরে ওঠে।
ওগো তরুলতা, ডাল মেলো, পত্র মেলো।
অন্য কাউকে বলবোনা,
সামাজিকীকরণের প্রশ্নই রাখিনি কখনো,
শুধু এর-ই মধ্যে
অন্তর্দহনের চিতা সাজিয়েছি।
# # #
এই গল্প আমি তোমাকে দিতে পারবোনা
অথচ, এটা কি ঠিক হবে, মন?
# # #
মনের দোহাই দিয়ে আর সব সরিয়ে রেখেছি
এ শরীরে অন্য কোথাও কবিতা থাকলেই বা কী?
স্বপ্নের আগে আমি
তোমাকেই ঘুমিয়েছি-
ফ্যাশন টিভি-র মেয়ে
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment